ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাচারকারীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার খবরে অভিযান চালিয়ে ৪৬৬ গ্রাম স্বর্ণসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার নেপারমোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ৪৬৬ গ্রাম ওজনের আট টুকরো স্বর্ণ, ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন: মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আলিমুল হক (২১), কুল্যাহ গ্রামের আয়নাল হকের ছেলে এনামুল হক (২৮) ও কাঞ্চনপুর গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে আহসান হাবিব (৩২)।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নেপারমোড় এলাকায় পাচারকারীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে ছিনতাইকারীরা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় ৪৬৬ গ্রাম ওজনের আট টুকরো স্বর্ণসহ পাচারকারী আলিমুল হক, ছিনতাইকারী এনামুল হক এবং পরিকল্পনাকারী আহসান হাবিবকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করে আসামিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২:৩৫:২৯ ১৭০ বার পঠিত