শনিবার, ১৫ এপ্রিল ২০২৩

নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডে কাজ করছেন রেড ক্রিসেন্টের ৪০ কর্মী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডে কাজ করছেন রেড ক্রিসেন্টের ৪০ কর্মী
শনিবার, ১৫ এপ্রিল ২০২৩



নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডে কাজ করছেন রেড ক্রিসেন্টের ৪০ কর্মী

রাজধানীর নিউ সুপারে মার্কেটে আগুন লাগার পর থেকে সেখানে উদ্ধারকাজে যোগ দিয়েছেন রেড ক্রিসেন্টের কর্মীরা। সকাল থেকে আগুন নেভাতে কাজ করতে গিয়ে একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ঢাকার রেড ক্রিসেন্ট কর্মী রনি।

রেড ক্রিসেন্ট যুব প্রধান মো. সূজন ইসলাম সময় সংবাদকে বলেন, রেড ক্রিসেন্টের প্রায় ৪০ জন কর্মী এখানে কাজ করছেন। সকাল থেকেই আগুন নেভাতে, পানি খাওয়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছেন তারা।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০ ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহায়তা দিচ্ছে র‍্যাব।

বর্তমানে ব্যবসায়ীরা মার্কেটের সামনের অংশ থেকে যে দোকানগুলো আছে, সেখান থেকে তাদের মালামালগুলো বের করছেন। কিছু পুড়ে গেছে, আর অধিকাংশ মালামাল পানিতে ভিজে গেছে।

বাংলাদেশ সময়: ১১:৫৮:২৫   ১২১ বার পঠিত