রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

নবাবগঞ্জে স্বামী-স্ত্রী হত্যায় দেড় বছর পর প্রধান আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নবাবগঞ্জে স্বামী-স্ত্রী হত্যায় দেড় বছর পর প্রধান আসামি গ্রেফতার
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩



নবাবগঞ্জে স্বামী-স্ত্রী হত্যায় দেড় বছর পর প্রধান আসামি গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি বাড়িতে ডাকাতি এবং পরবর্তীতে স্বামী ও স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনার দেড় বছর পর অভিযুক্ত মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ এপ্রিল) রাত ২টার সময় নিজ বাড়িতে জোড়া খুন ও ডাকাতি মামলার আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি হলেন, উপজেলার ধরঞ্জি গ্রামের আনিছ আলী ওরফে নওসা ডাকাতের ছেলে শুভ মিয়া (২৮)।

পুলিশ জানায়, গত ২০২১ সালের নভেম্বর মাসের নবাবগঞ্জ উপজেলার ধরঞ্জি গ্রামের হাফিজুর রহমান ও তার দ্বিতীয় স্ত্রী ফেন্সি আরা বেগমকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর করা হয় ডাকাতি। হত্যাকারীরা বাড়িটি থেকে নগদ ৪ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার ও দুটি জমির দলিল নিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ হত্যার রহস্য উদঘাটন ও ৮ জন আসামিকে শনাক্ত করতে সক্ষম হয়। পরে পুলিশ ৫ জনকে গ্রেফতার করে। এরমধ্যে ৪ জন আসামি ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দেয়। তবে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মূল আসামি শুভ। দীর্ঘদিন পর সেই শুভকে গ্রেফতার করল পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আসামিকে দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে। ডাবল মার্ডারের ঘটনায় এই আসামি ছিলেন অন্যতম একজন। মূলত নিহত হাফিজুরের প্রথম স্ত্রীর সন্তানের পরিকল্পনায় এই হত্যাকাণ্ড সংগঠিত হয়।

বাংলাদেশ সময়: ৪:১৭:২৯   ১৩৩ বার পঠিত