রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

হলান্ডের সালাহকে ছোঁয়ার ম্যাচে সহজ জয় সিটির

প্রথম পাতা » খেলাধুলা » হলান্ডের সালাহকে ছোঁয়ার ম্যাচে সহজ জয় সিটির
রবিবার, ১৬ এপ্রিল ২০২৩



হলান্ডের সালাহকে ছোঁয়ার ম্যাচে সহজ জয় সিটির

প্রিমিয়ার লিগে গোল করেই চলেছেন আর্লিং হলান্ড। লেস্টার সিটির বিপক্ষেও এদিন জোড়া গোল করেছেন নরওয়েজিয়ান গোলমেশিন। তাতে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান ফের কমিয়ে এনেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শনিবার (১৫ এপ্রিল) ইতিহাদ স্টেডিয়ামে লেস্টার সিটির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধেই গোল তিনটি পায় পেপ গার্দিওলার দল। জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড। বাকি গোলটি করেন জন স্টোন্স। লেস্টার সিটির বিপক্ষে একমাত্র গোলটি করেন কেলেচি ইহেনাচো।

পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে থাকা দলের সঙ্গে তলানিতে থাকা দলের লড়াইয়ে জয়ী দলের নাম আগেই আন্দাজ করা গিয়েছিল। বিশেষ করে ম্যানচেস্টার সিটি যে রকম আগুনে ফর্মে আছে তাতে বাজে সময় পার করা লেস্টার সিটি যে কিছু করতে পারবে তার তেমনটা ভাবাই বাড়াবাড়ি ছিল। তবুও ম্যাচের আগে সতর্কতার কথা বলেছিলেন সিটির কোচ পেপ গার্দিওলা। মাঠের খেলায় অবশ্য পাত্তাই পায়নি লেস্টার।

এদিন প্রথমার্ধেই তিন গোল দেয় সিটি। দ্বিতীয়ার্ধে আর গোল করতে না পারলেও খেয়েছে এক গোল। ম্যাচের পঞ্চম মিনিটে ইংলিশ ডিফেন্ডার জন স্টোন্স সিটির পক্ষে গোলের খাতা খোলেন।

১৩ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। পেনাল্টি থেকে এবারের লিগ মৌসুমের ৩১তম গোলটি করেন তিনি। চলতি মৌসুমে ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়ার পর মুড়িমুড়কির মতো গোল করে চলেছেন এই নরওয়েজিয়ান। ২৫ মিনিটের মাথায় আরও একটি গোল করে রেকর্ড বুকে নাম লেখান সিটিজেন স্ট্রাইকার।

প্রিমিয়ার লিগে দলপ্রতি ৩৮ ম্যাচের লিগ চালু হওয়ার পর এক মৌসুমে সর্বোচ্চ ৩২ গোলের রেকর্ড গড়েছিলেন মোহামেদ সালাহ। ২০১৭-১৮ সালে নিজের অভিষেক মৌসুমে এই রেকর্ড গড়েছিলেন তিনি। হলান্ড ৮ ম্যাচ হাতে রেখেই বসলেন সালাহর পাশে। মজার ব্যাপার হলান্ডও রেকর্ডটা ছুঁলেন নিজের অভিষেক মৌসুমেই। তবে তার সামনে সুযোগ থাকছে সালাহকে ছাড়িয়ে রেকর্ডটা এককভাবে নিজের করে নেওয়ার।

এই জয়ে ৩০ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই থাকল সিটি। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৩১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে লেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ৪:২০:৪৪   ১২৫ বার পঠিত