সোমবার, ১৭ এপ্রিল ২০২৩

সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ উপহার প্রদান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ উপহার প্রদান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের
সোমবার, ১৭ এপ্রিল ২০২৩



সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ উপহার প্রদান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত ৩০০ শিশুকে ঈদের উপহার প্রদান করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা আজ সোমবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে এই ঈদ উপহার তুলে দেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘শিশু বিকাশ কেন্দ্র এবং পথশিশু পুনর্বাসন কর্মসূচির সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ ও দোয়া মাহফিল’ অনুষ্ঠানে শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ শিশু বিকাশ কেন্দ্র এবং পথশিশু পুনর্বাসন প্রকল্পের সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার দেয়া হচ্ছে। যা অত্যন্ত শুভ উদ্যোগ। ঈদের নতুন পোশাক ও ইফতার সামগ্রী পেয়ে এই শিশুদের মুখে যে খুশির হাসি দেখছি তার মূল্য অনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের লক্ষ্য কোন শিশু যেন, শিক্ষা, খাদ্য, চিকিৎসা ও তার অধিকার থেকে বঞ্চিত না হয়। সরকার শিশুদের শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করছে। যে সকল শিশু ঝরে পড়েছে বা সুবিধাবঞ্চিত তাঁদের জন্য বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করছে। সর্বসÍরের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান করছে।
প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, ইসলাম ধর্ম ও সকল ধর্মে এতিম ও সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণের জন্য হয়েছে। শিশুর শিক্ষা ও উন্নত জীবনের জন্য সরকারের পাশাপাশি নিকটাত্মীয়, বেসরকারি সংগঠন ও সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। আমরা সবাই যদি শিশুর কল্যাণে এগিয়ে আসি, তাহলে দেশের কোন শিশু তার সুবিধা ও অধিকার থেকে বঞ্চিত হবে না।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত সচিব মো. মুহিবুজ্জামান ও স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তারসহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরে দেশ ও জাতির কল্যাণ এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৬:১০   ১২৫ বার পঠিত