বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মিলান

প্রথম পাতা » খেলাধুলা » ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মিলান
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩



১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মিলান

ইতালির ক্লাবগুলোর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে সফল এসি মিলান। ৭টি শিরোপা রয়েছে তাদের নামের পাশে। সবশেষ তারা শিরোপা জিতেছিল ২০০৬-০৭ মৌসুমে। এরপর থেকে ফাইনাল তো দূরের কথা, সেমিফানাইলেও উঠতে পারছিল না তারা। সেই গেরো কাটল এ মৌসুমে। কোয়ার্টার ফাইনালে নাপোলিকে হারিয়ে সেমির টিকিট কাটল রোজোনারিরা।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দ্বিতীয় লেগে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এসি মিলান। দুই লেগ মিলিয়ে তাদের জয় ২-১ গোলে। নিজেদের মাঠে আগের লেগে ১-০ ব্যবধানে জিতেছিল তারা।

নাপোলি বিদায় নিলেও দ্বিতীয় লেগে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করেছে তারাই। মোট ২৩টি শট নিয়েছিল তারা, যেখানে এসি মিলানের শটসংখ্যা কেবল ৬টি। বল দখলেও এগিয়েছিল নাপোলি, শুধু জয়টাই পাওয়া হয়নি তাদের। নাপোলি ৭৪ শতাংশ সময় বলে দখল ধরে রেখেছিল, এসি মিলান দখল নিয়েছিল ২৬ শতাংশ।

আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে প্রথমার্ধে এগিয়ে যায় এসি মিলান। বিরতির কিছুক্ষণ আগে লিডসূচক সেই গোলটি করেন অলিভার জিরুদ। এগিয়ে থেকে বিরতিতে যাওয়া মিলান দ্বিতীয়ার্ধে চাপে পড়ে নাপোলির ছন্দের তালে। তাতেও টলেনি তাদের জয়যাত্রা। অবশ্য ম্যাচের যোগ করা সময়ে নাপোলি একটি গোল করে। সেই গোল অবশ্য তাদের বিদায় ঠেকাতে পারেনি।

বাংলাদেশ সময়: ৪:০৮:৪৩   ১৩৯ বার পঠিত