বুধবার, ১৯ এপ্রিল ২০২৩

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩



টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) মধ্যরাতে টেকনাফের লেদা নুরালীপাড়ার ২৪ নম্বর ক্যাম্পে এ আগুন লাগে।

আগুন লাগার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা।

তিনি বলেন, আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসও কাজ করছে। তবে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

নুরালীপাড়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নবী হোসেন বলেন, হঠাৎ করেই ক্যাম্পে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরাও আগুন নেভানোর চেষ্টা করছি। কিন্তু এরই মধ্যে ৩০টির বেশি ঘর পুড়ে গেছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বাংলাদেশ সময়: ৪:১৩:৪৩   ১৪৩ বার পঠিত