বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩

আজকের ইফতার ও সেহরির সময়সূচি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজকের ইফতার ও সেহরির সময়সূচি
বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩



আজকের ইফতার ও সেহরির সময়সূচি

চলছে সিয়াম সাধনার মাস। এ মাস অত্যন্ত মর্যাদাপূর্ণ। রমজানে মুমিনরা পুরো মাস রোজা রাখেন। সব ধরনের গুনাহ ও অপরাধ থেকে দূরে থাকেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) পবিত্র রমজান মাসের ২৮ তারিখ। রমজানে সেহরি ও ইফতারের সময় জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেহরি ও ইফতারের সময়সূচি আগে থেকে ঠিক করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার ইফতারের সময় ৬টা ২৬ মিনিট। এ ছাড়া শুক্রবার সেহরির শেষ সময় রাত ৪টা ০৮ মিনিটে। ফজর নামাজের ওয়াক্ত শুরু হবে ৪টা ১৪ মিনিটে। এ সময়সূচি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য।

সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।

তাই সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর আজান দিতে হবে। এ ছাড়াও সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০৮:২২   ১৪৪ বার পঠিত