বিশ বছরের মধ্যে প্রথম হাইব্রিড সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে চলেছে বিশ্ব। হাইব্রিড হওয়ার কারণে এ সূর্যগ্রহণ খুবই বিরল হতে চলেছে। বিশ্বের অধিকাংশ অঞ্চলেই দেখা যাবে না এই সূর্যগ্রহণ। যেসব এলাকায় দেখা যাবে না তার মধ্যে রয়েছে বাংলাদেশও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, এই সূর্যগ্রহণ সম্পূর্ণ বা আংশিক সূর্যগ্রহণ নয় বরং উভয়ের মিশ্রণ। সাধারণত যখন সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে এবং চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অবস্থান করে সূর্যের আলোকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় তখনই সূর্যগ্রহণ ঘটে।
পূর্ণ চন্দ্রগ্রহণ প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়, তবে সূর্যের বেশিরভাগ অংশ এক মিনিটেরও কম সময় ধরে ঢেকে থাকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা থেকে সূর্যগ্রহণের বিভিন্ন মুহূর্ত দৃশ্যমান হবে।
তবে, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকে দেখা যাবে একমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কিন্তু বাংলাদেশিরা এই বিরল দৃশ্য দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এই দেশের কোনো প্রান্ত থেকে চন্দ্রগ্রহণের কোনো মুহূর্ত দৃশ্যমান হয়নি।
মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) বলছে, ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ এটি। চলতি বছরে মোট চারটি গ্রহণ হবে। দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। আগামী ২০ এপ্রিল বৈশাখী অমাবস্যার দিনে ঘটবে বছরের প্রথম সূর্যগ্রহণ। এ গ্রহণ সকাল ৭টা ৪ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ৩৯ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। চলতি বছরের শেষ সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবরে।
বাংলাদেশ সময়: ১২:৩৬:১১ ১৫২ বার পঠিত