জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি হিসেবে এটাই তার শেষ জামাতে নামাজ আদায় করা।
শনিবার (২২ এপ্রিল) জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত শুরু হয়। ঈদের নামাজের মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
প্রধান জামাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতারা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ সর্বস্তরের হাজারো মানুষ নামাজ আদায় করেছেন।
এ ঈদের জামাতে ইমামতি করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন।
এর আগে সকাল থেকে জাতীয় ঈদগাহ ময়দানের মূল গেটের সামনে মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। সারিবদ্ধভাবে মুসল্লিরা জাতীয় ঈদগাহে প্রবেশ করেন। কদম ফোয়ারার সামনের সড়ক, হাইকোর্টের মূল গেটের সামনে, তোপখানা সড়কের একাংশেও লোকজন নামাজে দাঁড়িয়ে যান।
শ্রেণিপেশা ও আর্থিক অবস্থান ভুলে পাশাপাশি দাঁড়িয়ে সবাই নামাজ আদায় করেন। নামাজ শেষে একই সঙ্গে শোনা হয় খুতবা। এরপর করা হয় দোয়া। মোনাজাত শেষে করে বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই।
জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়। নারীদের জন্যও আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা ছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় ঈদগাহে এবার ১২১টি কাতারে ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছিল। ছিল ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
বাংলাদেশ সময়: ১৩:০২:৪৯ ১৪৩ বার পঠিত