অঁজির বিপক্ষে আশানুরূপ দাপট দেখাতে পারল না পিএসজি। শেষ দিকে একটি গোল হজম করে পয়েন্ট হারানোর কিঞ্চিৎ শঙ্কার মুখেও পড়ে তারা। শেষ পর্যন্ত অবশ্য জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রিস্তফ গালতিয়ের দল।
প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। তাদের দুটি গোলই করেন কিলিয়ান এমবাপ্পে। শেষ দিকে ব্যবধান কমান সাদা চুক।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। মেসির বাড়ানো বল হুয়ান বের্নাত প্রথম টোকায় ছয় গজ বক্সের মুখে এমবাপ্পেকে দেন। বাঁ পায়ের ভলি করার চেষ্টায় প্রথম দফায় পারেননি ফরাসি ফরোয়ার্ড। তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে দ্বিতীয় প্রচেষ্টায় গোলটি করেন তিনি।
২১তম মিনিটে এমবাপ্পের ব্যাকহিলে বাড়ানো বল বক্সে ফাঁকায় পেয়ে যথেষ্ট দ্রুত শট নিতে পারেননি মেসি। শরীর ঘুরিয়ে তার নেওয়া শট পা বাড়িয়ে রুখে দেন ডিফেন্ডার কামারা।
২৬তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। মাঝমাঠের আগে থেকে মেসির রক্ষণচেরা থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান কাতার বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী।
লিগ ওয়ানে টানা পঞ্চমবারের মতো সর্বোচ্চ গোলদাতা হওয়ার লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন এমবাপ্পে। আসরে তার গোল হলো ২২টি।
৩৮তম মিনিটে গোল হতে পারতো আরেকটি। তবে মেসির বাঁ পায়ের জোরাল শট ঠেকিয়ে বিরতির আগে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক।
প্রথমার্ধে দুটি গোল খেলেও সুযোগ পেলেই পাল্টা আক্রমণে উঠছিল অঁজি। বিরতির পর প্রথম ১০ মিনিটেও ভালো দুটি আক্রমণ করে তারা, যদিও স্কোরলাইনে কোনো পরিবর্তন আসেনি।
৭৪তম মিনিটে অনেক দূর থেকে জোরাল শটে চেষ্টা করেন এমবাপ্পে। লাফিয়ে কোনোমতে এক হাত দিয়ে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক।
নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেন সাদা চুক। বাইলাইন থেকে সতীর্থের হেড কাটব্যাকে বল পেয়ে হেডেই জালে পাঠান সেনেগালের এই মিডফিল্ডার।
তবে বাকি সময়ে প্রতিপক্ষকে আর কোনো সুযোগ দেয়নি পিএসজি। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার পথে তারা এগিয়ে গেল আরেক ধাপ।
৩২ ম্যাচে ২৪ জয় ও ৩ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।
বাংলাদেশ সময়: ২৩:৪২:১০ ১৩৩ বার পঠিত