রবিবার, ২৩ এপ্রিল ২০২৩

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ হাউসে জমজমাট ঈদ পুনর্মিলনী

প্রথম পাতা » আন্তর্জাতিক » দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ হাউসে জমজমাট ঈদ পুনর্মিলনী
রবিবার, ২৩ এপ্রিল ২০২৩



দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ হাউসে জমজমাট ঈদ পুনর্মিলনী

দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ আনন্দ উৎসব অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী ও ছাত্র সংগঠনের নেতাসহ শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। আগত অতিথিরা একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

শনিবার (২২ এপ্রিল) দক্ষিণ কোরিয়ায় দূতাবাসের উদ্যোগে রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউসে বর্ণিল ও জমজমাট আয়োজনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের পর অতিথিরা একে একে উপস্থিত হন সেখানে।

দূতাবাসের আমন্ত্রণে এ আনন্দ উৎসবে দক্ষিণ কোরিয়ার সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা, বাংলাদেশি শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরিবার নিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠানে ঈদ আনন্দের চিরচেনা রূপ খুঁজে পান প্রবাসী বাংলাদেশিরা।

দূতাবাসের এমন আয়োজন প্রবাসীদের মাঝে একে অপরের সঙ্গে সৌহার্দ্য আর ভালোবাসার সম্পর্ক তৈরি হবে বলে মনে করছেন কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন।

তিনি সময় সংবাদকে বলেন, অন্যদের পাশাপাশি বিশেষভাবে দক্ষিণ কোরিয়াস্থ প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের (শনিবার) এই আয়োজনে প্রবাসীরা যারা আছেন, তারা যেন বাংলাদেশের মতো করে ঈদ উদযাপন করতে পারেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করতে পারেন সেজন্যই এই ঈদ পুনর্মিলনী।

অনুষ্ঠানে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’– গানের মধ্য দিয়ে এক অপরূপ আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়। গানটির সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত অতিথিরাও।

এছাড়া সারিবদ্ধ করে সাজিয়ে রাখা হয় নানা পদের মুখরোচক বাংলাদেশি খাবার। দূতাবাসের এমন আয়োজনে মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ সময়: ১১:৫৭:৪৭   ১২৬ বার পঠিত