দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিশ্চিতে নিজেদের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি ব্রাজিলকে নির্ভর করতে হয়েছিল আরও একটি ম্যাচের ওপর। যার কারণে চূড়ান্ত ফল পেতে আর্জেন্টিনাকে হারানোর পরও প্রায় ৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল সেলেসাও যুবাদের।
সোমবার (২৪ এপ্রিল) রাতে অনূর্ধ্ব-১৭ কোপা আমেরিকার ফাইনাল রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে আসে সেলেসাও যুবারা। ৬ দলের এ লড়াইয়ে রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের সেরা দল চ্যাম্পিয়ন হবে সেটা আগেই নির্ধারণ হয়েছিল।
কিন্তু চ্যাম্পিয়নের দৌড়ে শেষ পর্যন্ত টিকে ছিল ইকুয়েডরও। শেষ ম্যাচের আগে ব্রাজিল ও ইকুয়েডরের যুবাদের পয়েন্ট ছিল সমান ১০। সেলেসাওরা নিজেদের শেষ ম্যাচে জিতলেও সুযোগটা ছিল ইকুয়েডরের সামনেও। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভেনেজুয়েলাকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হতো তারা। ইকুয়েডর লড়াইয়ে নেমেছিল ভোরে। ফলে নিজেরা জয়ের পরও চূড়ান্ত ফলাফল পেতে মাঝে ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছিল প্রায় ৩ ঘণ্টা।
নির্ধারিত সময়ের খেলা শেষে ভেনেজুয়েলা-ইকুয়েডরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তাতে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করে নেইমারের উত্তরসূরিরা।
ফাইনাল রাউন্ডের সব ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট দাঁড়ায় ১৩। ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান ইকুয়েডরের। সমান ৭ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা ও চারে ভেনেজুয়েলা। ৪ পয়েন্ট নিয়ে পাঁচে প্যারাগুয়ে আর টেবিলের তলানিতে থাকা চিলি খুলতে পারেনি জয়ের খাতা।
এদিকে এ নিয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রেকর্ড ১৩তম বারের মতো শিরোপা ঘরে তুলল ব্রাজিল। আর্জেন্টিনা শিরোপা ঘরে তুলেছে চারবার। একবার করে শিরোপা জয়ের স্বাদ পেয়েছে কলম্বিয়া ও বলিভিয়া।
বাংলাদেশ সময়: ১৪:৩০:৩৯ ১৪৫ বার পঠিত