মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩

চিকিৎসার আড়ালে মদের রমরমা ব্যবসা, চিকিৎসক কারাগারে

প্রথম পাতা » খুলনা » চিকিৎসার আড়ালে মদের রমরমা ব্যবসা, চিকিৎসক কারাগারে
মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩



চিকিৎসার আড়ালে মদের রমরমা ব্যবসা, চিকিৎসক কারাগারে

কুষ্টিয়ার কুমারখালীতে হোমিও চিকিৎসার আড়ালে মদের রমরমা ব্যবসার অভিযোগে এক হোমিও চিকিৎসককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার (২৪ এপ্রিল) রাতে ২০০ বোতল অ্যালকোহলসহ তাকে আটক করে কুষ্টিয়া র‍্যাব- ১২।

ওই চিকিৎসকের নাম ডা. খন্দকার নুরুজ্জামান (৬০)। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে ও জয়বাংলা বাজারের আজিম হোমিও হলের চিকিৎসক।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, খন্দকার নুরুজ্জামান জয়বাংলা বাজার এলাকায় আজিম হোমিও হলের আড়ালে দীর্ঘদিন ধরে অ্যালকোহলের ব্যবসা চালিয়ে আসছিলেন। গত সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জয়বাংলা বাজারসংলগ্ন জোতমোড়া এলাকায় একটি মাদকবিরোধী অভিযান চালায় র‍্যাব- ১২।

অভিযানে ২০০ বোতল অ্যালকোহলসহ ওই হোমিও চিকিৎসককে আটক করা হয়। পরে কুমারখালী থানায় একটি মাদক মামলা করে র‍্যাব। মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে নুরুজ্জামানকে আদালতে পাঠায় পুলিশ।

এ বিষয়ে কুষ্টিয়া র‍্যাব-১২, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, হোমিও চিকিৎসার আড়ালে খন্দকার নুরুজ্জামান অ্যালকোহলের ব্যবসা করছিলেন। রাতে অভিযান চালিয়ে ২০০ বোতল অ্যালকোহলসহ তাকে আটকের পর থানায় মাদক মামলা করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, র‍্যাবের করা মামলায় হোমিও চিকিৎসক নুরুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:১০   ১৪৮ বার পঠিত