বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

ঢাকায় ফিরছে মানুষ, ভিড় বেশি লঞ্চে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকায় ফিরছে মানুষ, ভিড় বেশি লঞ্চে
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩



ঢাকায় ফিরছে মানুষ, ভিড় বেশি লঞ্চে

ঈদ উদ্‌যাপন শেষে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে ফিরছে মানুষ। বেশির ভাগ মানুষেরই ঈদের পর প্রথম কর্মদিবস আজ বুধবার (২৬ এপ্রিল)।

এদিন ভোরের আলো ফোটার আগে থেকেই দক্ষিণাঞ্চলের একের পর এক লঞ্চ ভিড়তে থাকে সদরঘাটে।

সরেজমিনে লঞ্চগুলোতে বেশ ভিড় দেখা গেছে। লঞ্চে যাত্রীচাপ অন্য সময়ের তুলনায় বেশি ছিল। তবে লঞ্চগুলোও নির্ধারিত সময়ে ছেড়ে এসেছে; সদরঘাটেও পৌঁছেছে নির্ধারিত সময়ে।

ট্রেনে করেও ফিরছেন অনেক যাত্রী। তবে কমলাপুরে সকালের ট্রেনগুলো কিছুটা বিলম্বে পৌঁছাচ্ছে। ট্রেনগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ করা যাচ্ছে। তবুও সব মিলিয়ে যাত্রীরা বলছেন, এবার ঈদে ট্রেনে যাতায়াত অন্যান্য সময়ের তুলনায় স্বস্তির হচ্ছে।

জানা গেছে, এবার ঈদের ছুটিতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ছিল না চিরচেনা যানজটের ভোগান্তি। এতে নির্বিঘ্নে ঈদে বাড়িতে ফেরা এবং ঈদ শেষে কর্মস্থলে ফিরতে পারছেন মানুষ।

পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদ্‌যাপন শেষে ঢাকামুখী মানুষ বলছেন, এবারের ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক ছিল। পরিবারের সঙ্গে ভালোভাবেই ঈদ উদ্‌যাপন করতে পেরেছি। এ ছাড়া সব প্রায় আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১২:১৮   ১২২ বার পঠিত