সোনারগাঁয়ে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও অনুমোদনহীন লোগো ব্যবহার করে বাজারজাতকরণের কারণে ‘আরবী ফুড প্রোডাক্টস’কে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সোনারগাঁও উপজেলার দন্দী বাজার এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ’র যৌথ এই অভিযানে বিপুল পরিমান অনুমোদনহীন রাসায়নিক দ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘আরবী ফুড প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য/শিশুপণ্য উৎপাদন ও অনুমোদনহীন লোগো ব্যবহার মাধ্যমে বাজারজাত করে আসছে। ভেজাল খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট মামলা নং- ৯৩/২০২৩ ধারা-ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর- ৪৩ রুজু হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫০:৩১ ২২৪ বার পঠিত