শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

লন্ডনের কাছে অস্ত্র সরঞ্জাম বিক্রয়ের প্রস্তাবের অনুমোদ মার্কিন পররাষ্ট্র দপ্তরের

প্রথম পাতা » আন্তর্জাতিক » লন্ডনের কাছে অস্ত্র সরঞ্জাম বিক্রয়ের প্রস্তাবের অনুমোদ মার্কিন পররাষ্ট্র দপ্তরের
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩



লন্ডনের কাছে অস্ত্র সরঞ্জাম বিক্রয়ের প্রস্তাবের অনুমোদ মার্কিন পররাষ্ট্র দপ্তরের

মার্কিন পররাষ্ট্র দপ্তর গ্রেট ব্রিটেনের কাছে প্রায় ৩১.২মিলিয়ন ডলার মূল্যের ৭৬৮টি অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন্স সিস্টেম-২ (এপিকেডব্লিউএস-২) এর বিক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে। পেন্টাগন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। খবর তাসের।
প্রতিরক্ষা বিভাগের মতে, ‘পররাষ্ট্র দপ্তর যুক্তরাজ্য সরকারের কাছে প্রায় ৩১.২ মিলিয়ন ডলার মূল্যের সর্বোচ্চ ৭৬৮টি অ্যাডভান্সড প্রিসিশন কিল ওয়েপন্স সিস্টেম-২(এপিকেডব্লিউএস-আইআই) এর বৈদেশিক সামরিক বিক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে। আজ এই সম্ভাব্য বিক্রয় সম্পর্কে কংগ্রেসকে অবহিত করতে প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করেছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিক্রয়ের আওতায় সহায়ক সরঞ্জাম, খুচরা ও মেরামতের যন্ত্রাংশ, প্রযুক্তি ডকুমেন্টেশন, পরিবহন, প্রযুক্তিগত এবং লজিস্টিক সহায়তা যানবাহন অন্তর্ভুক্ত থাকবে। এ সম্ভাব্য বিক্রয় বাস্তবায়নের জন্য পাঁচজন মার্কিন কর্মকর্তার যুক্তরাজ্যে একাধিকবার ভ্রমণের প্রয়োজন হবে। প্রায় পঁচ বছর ধরে বিরতিহীনভাবে এসব সরঞ্জাম যুক্তরাজ্যে সরবরাহ করা হবে।
মার্কিন প্রতিরক্ষা সংস্থা জানায়, প্রস্তাবিত এ বিক্রয় ন্যাটোর মিত্র দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি এবং জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যকে সমর্থন করবে।

বাংলাদেশ সময়: ১৩:১২:২১   ১২৯ বার পঠিত