নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের চক্রের মূলহোতা মো. রানা (২৫) ও তার সহযোগী৷ সায়েম আহমেদ রানা (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে একটি চোরাই মোটরসাইকেল (নারায়ণগঞ্জ হ- ১১-০৩৬৮) উদ্ধার করা হয়। শনিবার (২৯ এপ্রিল) গভির রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজীনগর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান,, সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের চক্রের মূলহোতা মো. রানা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী কলেজপাড়া এলাকার মো. অজউল্লার ছেলে ও তার অনতম সহযোগী সায়েম আহম্মেদ সিজান একই জেলার রূপগঞ্জ থানার কর্নগোপ এলাকার সাজু আহম্মেদের ছেলে।
এরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে নিজ হেফাজতে রাখে। পরবর্তীতে চোরাইকৃত মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের মাধ্যমে মোটরসাইকেলগুলো বিক্রয় করে আসছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:০৬:১৪ ২০০ বার পঠিত