চলতি বছরের জুলাই-আগস্টে মাঠে গড়াচ্ছে নারীদের বিশ্বকাপ ফুটবল। বিশ্বব্যাপী এই আয়োজন উপভোগ করা যাবে টেলিভিশনে। তবে ইউরোপের শীর্ষ ফুটবল খেলুড়ে দেশগুলোতে এবার মেয়েদের বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করা নাও হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
নারীদের বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্বের যে অঙ্ক প্রস্তাব করেছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো, তা ফুটবলার ও বিশ্বজুড়ে নারীদের ‘মুখে চপেটাঘাত’ বলে মনে করেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। মূলত ইউরোপের ‘বিগ ফাইভ’ ফুটবল খেলুড়ে দেশ থেকে যে প্রস্তাব এসেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই ‘বিগ ফাইভ’ দেশ হলো ফ্রান্স, ব্রিটেন, স্পেন, জার্মানি ও ইতালি।
জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার এক সভায় ফিফা সভাপতি বলেন, মেয়েদের ফুটবলের দরপতনের এই প্রচেষ্টা কোনোভাবেই মেনে নেবেন না তারা।
তিনি বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই, ফিফা নারী বিশ্বকাপের ম্যাচগুলো কম মূল্যে বিক্রি না করা আমাদের নৈতিক ও আইনি বাধ্যবাধকতার মধ্যেই পড়ে। এ জন্যই যদি প্রস্তাবগুলো এ রকম অন্যায্য হতে থাকে, তা হলে আমরা ইউরোপের ওই ‘বিগ ফাইভ’ দেশগুলোতে নারী বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার না করতে বাধ্য হব।’
ছেলেদের ফুটবল বিশ্বকাপের জন্য সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো থেকে ফিফা ১০ কোটি থেকে ২০ কোটি মার্কিন ডলার পর্যন্ত পেয়ে থাকে। অথচ মেয়েদের বিশ্বকাপের জন্য সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো ১০ লাখ থেকে ১ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিচ্ছে বলে জানান ইনফান্তিনো।
৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে নারীদের বিশ্বকাপের এবারের আসর। সম্প্রচার স্বত্ব এত কম হওয়ার পেছনে ইউরোপের সঙ্গে আয়োজক দেশ দুটির সময়ের পার্থক্যকেই মূলত দায়ী করা হচ্ছে। ইউরোপে টিভির প্রাইম টাইমে হবে না এবারের খেলাগুলো। কিন্তু এই অজুহাতকে ‘খোঁড়া’ বলে আখ্যায়িত করছেন ইনফান্তিনো।
তিনি বলেন, ‘হয়তো ইউরোপে প্রাইম টাইমে খেলাগুলো হচ্ছে না। তার পরও তো সকাল ৯টা বা ১০টায় শুরু হবে ম্যাচগুলো। কাজেই যথেষ্টই উপযুক্ত সময় এটি।’
বাংলাদেশ সময়: ১৪:৪০:৩৩ ১১৮ বার পঠিত