শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, করোনার সময়ও দেশে অর্থনীতির চাকা সচল ছিল। আশা করি বিদেশি কোম্পানিগুলো এদেশে বিনিয়োগ বাড়াবে। এ জন্য বর্তমান সরকার সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। এ সরকার ব্যবসা বান্ধব। তাই সরকারের নানামুখী উদ্যোগে দেশ খুব দ্রুত সব খাতে উন্নতি হচ্ছে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে সোনারগাঁ উপজেলায় মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে জার্মানভিত্তিক (এমআইইজেড) টেক্সটাইল কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএইচটির উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী আরও বলেন, মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ঢাকার কাছাকাছি অবস্থিত। মহাসড়কের পাশেই হওয়াতে এখানে যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। সব ধরনের সুযোগ-সুবিধা আছে এখানে।
বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। সিএইচটি এখানে টেক্সটাইল ডাইস এবং কেমিক্যাল উৎপাদন করবে। এতে টেক্সটাইল খাতে আরও উন্নতি ঘটবে।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নির্বাহী সদস্য আলী আহসান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তানজিমা বিনতে মোস্তফা, সিএইচটি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যান ড. ফ্র্যাংক নওম্যান।
বাংলাদেশ সময়: ২২:৪৮:৩৮ ১৮৭ বার পঠিত