দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রেডিও নিউজিল্যান্ড।
প্রতিবেদনে বলা হয়, টোঙ্গায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। ভূমিকম্পটি নিউজিল্যান্ড সময় ভোর ৪টায় আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল টোঙ্গার হিহিফো থেকে ৯৫ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২১০ কিলোমিটার গভীরে।
শক্তিশালী এই ভূমিকম্পের জেরে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে ভূমিকম্পের পর স্থানীয় সময় ভোর সাড়ে চারটায় ৫ দশমিক ১ মাত্রার আফটারশক হয়।
অ্যাঞ্জি পুলা লেটুলিগাসেনোয়া নামে এক ব্যক্তি জানান, তার কাছে মনে হচ্ছিল ভূমিকম্প ২০ বা ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। তবে তিনি জানতেন, কম্পন আসলে এর চেয়েও অল্প সময় ধরে হয়েছিল।
তিনি বলেন, আমার শেলফ থেকে কয়েকটি জিনিস নিচে পড়ে যায়। জানালাগুলো এমনভাবে কাঁপছিল যা ছিল অত্যন্ত ভীতিকর।
বাংলাদেশ সময়: ১২:৪৮:৫৮ ১২০ বার পঠিত