বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

পিএসজির কোচ হচ্ছেন মরিনহো?

প্রথম পাতা » খেলাধুলা » পিএসজির কোচ হচ্ছেন মরিনহো?
বৃহস্পতিবার, ১১ মে ২০২৩



পিএসজির কোচ হচ্ছেন মরিনহো?

ফরাসি ক্লাব পিএসজির সবচেয়ে বড় স্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগ জেতা। এজন্য মেসি, নেইমার, এমবাপ্পেদের মতো তারকাদের বড় বেতনে দলে রেখেছে। কিন্তু ক্লাবটির সেই স্বপ্ন পূরণ হচ্ছে না। প্যারিসে মেসি দুই মৌসুম খেলেও পিএসজিকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে ব্যর্থ। শুধু তাই নয়, গত দুই মৌসুমে দলটি বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই। চলতি মৌসুমে ক্রিস্তাফ গালতিয়েরের অধীনে পিএসজি বড় কিছু করতে পারেনি। তাই গুঞ্জন রয়েছে, নতুন কোচ খুঁজছে পিএসজি।

‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো নাকি পিএসজির পছন্দের তালিকার শীর্ষে আছেন। এ নিয়ে এবার মুখ খুলেছেন এই পর্তুগিজ কোচ। গুঞ্জনকে এখনই পাত্তা দিচ্ছেন না বর্তমানে এএস রোমার দায়িত্বে থাকা মরিনহো। পিএসজির সঙ্গে কোনো রকম যোগাযোগকে অস্বীকারই করে স্কাই স্পোর্টস ইতালিয়াকে মরিনহো বলেন, ‘যদি তারা (পিএসজি) আমাকে খুঁজে, তাহলে তারা পাবে না। কারণ এখন পর্যন্ত তারা আমার সঙ্গে কথাই বলেনি।’

পিএসজির সঙ্গে মরিনহোর যোগসূত্র আরো একটি জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে। পিএসজির ফুটবল পরামর্শক হিসেবে আছেন লুইস ক্যাম্পাস। তিনি আবার মরিনহোর দীর্ঘদিনের বন্ধু। মরিনহোর রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালে অ্যানালিস্ট ও স্কাউট হিসেবে কাজ করেছেন ক্যাম্পাস।

এদিকে, ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি আছে গালতিয়েরের। ততদিন ক্লাবটির দায়িত্বে থাকতে চান তিনি। পিএসজির বর্তমান কোচ এটিও জানিয়েছেন, আগামী মৌসুমের জন্য দল সাজাচ্ছেন তিনি। মৌসুম শেষেই অবশ্য সবকিছু স্পষ্ট হবে।

বাংলাদেশ সময়: ১৩:০৩:৪৪   ১১৬ বার পঠিত