টান দুই হারে শীর্ষ চারে থাকা নিয়ে শঙ্কা বাড়ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। তবে হারের ধাক্কা সামলে ফর্মে ফিরেছে রেড ডেভিলরা। দারুণ আক্রমণাত্মক ফুটবল খেলে তৈরি করেছে অসংখ্য সুযোগ। তবে ফিনিশিংটা ঠিকমতো না হওয়ায় জয়ের ব্যবধানটা প্রত্যাশানুযায়ী বড় হলো না টেন হ্যাগের দলের।
শনিবার (১৩ মে) প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে আন্টনি মার্শিয়ালের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আলেহান্দ্রো গারনাচো ব্যবধান বাড়ান। চোট কাটিয়ে দুই মাস পর ফিরেই গোল করলেন আর্জেন্টিনার উঠতি তারকা।
লিগে টানা পাঁচ ম্যাচে জয় পাওয়া ইউনাইটেড চলতি মাসের শুরুতে মাত্র তিনদিনের ব্যবধানে ব্রাইটন ও ওয়েস্ট হ্যামের বিপক্ষে হেরে যায়। তাতে শঙ্কা তৈরি হয় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিয়ে। তা সামলে ফের জয়ের ধারায় ফিরল এরিক টেন হ্যাগের দল।
আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ইউনাইটেড ৩০ মিনিটের মাথায় এগিয়ে যতে পারত। লুক শয়ের দূরের পোস্টে বাড়ানো ক্রসে ঠিকঠাকভাবে ক্রস নিতে পারেননি অ্যান্টনি।
তবে এর দুই মিনিট পরেই গোলের দেখা পায় ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের থ্রু পাস ডি বক্সে পেয়ে অ্যান্টনি পাস দেন মার্শিয়ালকে। ফাকায় পাওয়া বল প্লেসিং শটে জ্বালে জড়ান এই ফরাসি ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে উলভস খেলায় ফেরার চেষ্টা করতে থাকে। তবে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। উল্টো গোল খেতে খেতে বেঁচে যায় উল্ভস। ফার্নান্দেজের ব্যাকহিল থেকে বল পেয়ে অ্যান্টনি শট নিলেও তা জাল ঘেঁষে বেরিয়ে যায়।
৭৩ মিনিটে জেডন সাঞ্চো ও ৮২ মিনিটে ক্যাসেমিরোকে হতাশ করেন উলভসের ইংলিশ গোলরক্ষক ড্যানিয়েল বেন্টলি। নির্ধারিত সময় শেষের আগের মিনিটে অ্যান্টনিকে আরেকবার হতাশ করেন বেন্টলি।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ইউনাইটেডের আক্রমণ আর ঠেকাতে পারেননি বেন্টলি। প্রতিআক্রমণে ওঠা ইউনাইটেদের ফার্নান্দেজের থ্রু পাস ধরে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে পড়েন বদলি হিসেবে নামা গারনাচো। বল পোস্টের এক দিকে লেগে আরেক দিক দিয়ে জালে জড়ায়।
এই জয়ে ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ৪ নম্বর জায়গাটা পোক্ত করেছে ইউনাইটেড। অন্যদিকে ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উলভারহ্যাম্পটন।
বাংলাদেশ সময়: ১১:২৯:৩৪ ১১৮ বার পঠিত