ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ বলছে, ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের আর বড় ধরনের কোনো হামলার সক্ষমতা অবশিষ্ট নেই। এখন তারা যা করবে তা হবে স্রেফ আত্মরক্ষামূলক। গোয়েন্দা বিভাগ আরও জানিয়েছে, তবে মস্কো ইউক্রেনে আরও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের মুখপাত্র অ্যান্ড্রি ইউসভ সোমবার (১৫ মে) ইউক্রেনীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, ‘রাশিয়া এখন আত্মরক্ষা করছে। পুরো রণক্ষেত্র বিবেচনায় নিলে বলা যায়, তাদের রসদ কমে গেছে এবং এ কারণে তারা বড় ধরনের কোনো আক্রমণ চালানোর সক্ষমতা হারিয়েছে।’
অ্যান্ড্রি ইউসভ আরও বলেন, ‘তারা এখন সবসময়ই আত্মরক্ষার জন্য প্রস্তুত। এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে, এই বিষয়টিকে আমলে নিয়ে ইউক্রেনীয় বাহিনী কখন ইউক্রেনের দখল হয়ে যাওয়া অঞ্চল থেকে দখলদার হটানোর প্রস্তুতি শুরু করে।’
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে রাশিয়ার সেনাদের অন্তত ১০টি অবস্থান থেকে তাড়িয়ে দেয়ার দাবি করেছে ইউক্রেন। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মেইলার যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তার নিজস্ব চ্যানেলে এই দাবি করেছেন। তবে রাশিয়ার তরফ থেকে এর বিপরীতে কোনো মন্তব্য আসেনি।
রোববার (১৪ মে) টেলিগ্রামে পোস্ট করা ওই বার্তায় হানা মেইলার বলেন, ‘আজ (রোববার) আমাদের ইউনিট উত্তর ও দক্ষিণ বাখমুতে ১০টিরও বেশি রুশ অবস্থান দখল করে নিয়েছে এবং বাখমুতের উপকণ্ঠের ইভানিভস্কের পাশের একটি বড় বনাঞ্চল থেকে তাদের তাড়িয়ে দিয়েছে।’
বাখমুতের পরিস্থিতিকে বেশ উত্তপ্ত আখ্যা দিয়ে হানা মেইলার বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী এখন বাখমুতের উপকণ্ঠের এলাকাগুলো মুক্ত করার লক্ষ্যে এগিয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘শত্রুরা তার সর্বশক্তি এখানে জড়ো করেছে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা তাদের সামনে যা পাচ্ছে তাই ধ্বংস করে দিচ্ছে। ভয়াবহ লড়াই চলছে সেখানে।’
বাংলাদেশ সময়: ১১:৩৭:২৫ ১৪৫ বার পঠিত