নারায়ণগঞ্জের পৃথক দুটি আদালতে একটি হত্যা মামলায় এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও মাদক মামলায় আরেক আসামীকে ১৫ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে ।
বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়। সোনারগাঁয়ে জয়নাল আবেদীন হত্যা মামলার আসামী আমির হামজাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।
একই দিন সিদ্ধিরগঞ্জের একটি মাদক মামলায় মোঃ. ইয়াছিনকে (৩৩) পনেরো বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান।
তিনি জানান, ২০০১ সালের ২৩ জানুয়ারি সোনারগাঁয়ের কাঁচপুরে জয়নাল আবেদীনকে বল্লম দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহানা আক্তার রেনু বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় আদালত আসামি আমির হামজাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন । একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
অপরদিকে সিদ্ধিরগঞ্জে মো. ইয়াছিনকে ২০২১ সালের ২১ আগস্ট বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। এ মাদক মামলায় ইয়াছিনকে ১৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:০০:৩৩ ২০৫ বার পঠিত