ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে আন্তঃ উপজেলা সরকারি প্রাথমিক বৃত্তিপ্তাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৩ জুন) সকাল ১০টায় উপজেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্ধোধন করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল মোঃ আব্দুর রশীদ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ (বিএসসি) এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. মোঃ হারুন অর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে সরকারি বঙ্গবন্ধু কলেজ অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন,সরিষাবাড়ী কলেজের উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ও সাবেক চেয়ারম্যান মোঃ শামস উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটির কর্মসূচী সমন্বয়ক ছিলেন মোঃ সেলিম মাহমুদ (সাংবাদিক) এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক মোঃ জয়নাল আবেদীন (বাবলু) ও ফরিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে আন্তঃ উপজেলার ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত ১৮৪জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সন্মাননা স্মারক প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৪:৫৮:৫২ ২৪৫ বার পঠিত