ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের এস.ও.ডি এর আলোকে “জরুরী সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণ” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জুন) সকাল হতে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এতে প্রোগ্রামার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রশিক্ষক প্রবীণ দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা সাদ্দাম হোসেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সহ উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ,থানার ওসি (তদন্ত) ও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি গঠন ও দায়িত্বাবলি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও দুর্যোগ কালীন সময় ঝুঁকিহ্রাস কার্যক্রম, সতর্কীকরণ ও হুশিয়ারি পর্যায়ে সাড়াদান, দুর্যোগকালীন সাড়াদান এবং পুনর্বাসন ও পূর্ণগঠন পর্যায়ে সাড়াদান বিষয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:৩৮:৩৩ ২০১ বার পঠিত