সিদ্ধিরগঞ্জে ১৪৪ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে র্যাব। গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার কোতয়ালীর শাহজাহানের ছেলে জুম্মন (২৯) ও হুমায়ুনের ছেলে ইকবাল (৩৫)।
শুক্রবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সিপিসি ১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পিক-আপ ভ্যানে পণ্যসামগ্রী পরিবহনের আড়ালে মাদক পরিবহন করা গ্রেপ্তারকৃত জুম্মন ও ইকবালের মুল পেশা।
তারা দীর্ঘদিন যাবত নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বন্ধু বাস কাউন্টারের সামনের থেকে ওই ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:২৫:১৪ ১৮১ বার পঠিত