রবিবার, ১১ জুন ২০২৩

হারের পর যা বললেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা

প্রথম পাতা » খেলাধুলা » হারের পর যা বললেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা
রবিবার, ১১ জুন ২০২৩



হারের পর যা বললেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা

গত বছর আর্জেন্টিনার হয়ে কাতার বিশ্বকাপ জিতেছেন লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের হয়ে এ মৌসুমে জিতেছেন কোপা ইতালিয়ার শিরোপা, সুযোগ ছিল চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ নেয়ার। কিন্তু ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারায় সেই স্বপ্নে গুড়েবালি হয় মার্টিনেজের।

চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেলে ষোলকলা পূর্ণ হতো মার্টিনেজের ক্ষেত্রে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও সিটির গোলরক্ষক এডারসনের গায়ে মেরে তা নষ্ট করেন ৩০ বছর বয়সী তারকা। যার মাশুল গুণতে হয়েছে দলের হারে। এমন একটা হারের পর যে কারো ‘মন খারাপ’ থাকার কথা। মন খারাপ মার্টিনেজেরও।

ম্যাচ শেষে ইএসপিএন ফুটবলের সঙ্গে আর্জেন্টাইন তারকা বলেন, ‘আমার মন ভালো নেই। ট্রফিটি পাওয়ার জন্য অনেক উত্তেজিত ছিলাম। কিন্তু অল্পের জন্য তা ফসকে গেল। সত্য হলো, চ্যাম্পিয়ন্স লিগে যা করেছি তার জন্য গর্বিত। কঠিন একটা প্রতিপক্ষের বিপক্ষে কঠিন একটা ম্যাচ। ম্যাচটাকে আমরা ফাইনাল মনে করিনি, সেটা ভেবেই ম্যানচেস্টার সিটিকে কঠিন পরিস্থিতিতে ফেলেছি। আমরা গর্বিত।’

হার-জিত থাকবে, এটা মনেপ্রাণে বিশ্বাস করেন মার্টিনেজ। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমি অনেক স্বপ্ন পূরণ করেছি। চ্যাম্পিয়ন্স লিগও জিতে যেতে পারতাম। কিন্তু তাতেও আমি সুখী। এই ক্লাব ও সতীর্থদের নিয়ে গর্বিত। কিছুই মিস করিনি, ফুটবলই তো এমন। কোনো দিন জিততে হয়, কোনো দিন হারতে হয়, আজকে আমরা হেরেছি।’

বাংলাদেশ সময়: ১৩:০৬:২০   ১৪০ বার পঠিত