আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ সব শট খেলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই সেশনে মাহমুদুল হাসান জয়কে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। তবে জয়ের বিদায়ে চা বিরতির পর মুমিনুল হককে নিয়ে পর দেখে শুনে ব্যাট করছিলেন শান্ত।
তবে ওয়ানডে স্টাইলে তুলে নেওয়া সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিতে পারলেন না শান্ত। মুমিনুলের বিদায়ের পর ধৈর্য হারিয়ে আমির হামজার শর্ট বলে বাউন্ডারি লাইনে ক্যাচ তুলে দেন বাঁহাতি এই ব্যাটার। ১৭৫ বলে ২৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ১৪৬ রানে বিদায় নেন তিনি। প্যাভিলিয়নে ফিরে হয়ত মাইলফলক স্পর্শ করতে না পারার আক্ষেপে পুড়ছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম দিনে ৬০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ২৭৪ রান। মুশফিক অপরাজিত আছেন ১১ রানে। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন অপরাজিত আছেন ১ রানে।
বাংলাদেশ সময়: ১৭:২৭:৫৬ ১২৮ বার পঠিত