সংসদ ভবন, ১৯ জুন, ২০২৩ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা রোধকল্পে বা গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়নি।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য হাবিবুর রহমানের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
দ্রুতই এই আইন সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে আইনমন্ত্রী জানান, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে একটি ‘টেকনিক্যাল নোট’ দিয়েছে। সেটির পর্যালোচনাও প্রায় শেষ।’
তিনি বলেন, সাইবার অপরাধ দমনের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনটি করা হয়েছে। এ আইনের অপব্যবহার যাতে না হয় সেজন্য সরকার কিছু পদক্ষেপ নিয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৪৪:৫৪ ১২৭ বার পঠিত