মঙ্গলবার, ২০ জুন ২০২৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪০তম বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪০তম বৈঠক
মঙ্গলবার, ২০ জুন ২০২৩



বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪০তম বৈঠক

ঢাকা, ২০ জুন ২০২৩ : একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪০ তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি-র সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মোঃ নূরুল ইসলাম তালুকদার এমপি, মোঃ আছলাম হোসেন সওদাগর এমপি, খালেদা খানম এমপি, নার্গিস রহমান এমপি এবং মোঃ নুরুজ্জামান বিশ্বাস এমপি অংশগ্রহণ করেন।

সভায় ৩৮তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। বৈঠকে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পেট্রেলিয়াম ইন্সটিটিউটের কার্যক্রম ও সফলতা, দেশীয় উৎস হতে কয়লা ও অন্যান্য খনিজ সম্পদ অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতি এবং বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর- এর কার্যক্রম ও সফলতা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

গ্যাস ও তেল সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সুপারিশ করে স্থায়ী কমিটি।
এছাড়া, লিথিয়াম অনুসন্ধানে বাংলাদেশ ভূতাত্বিক জরিপ অধিদপ্তর এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পারস্পরিক আলোচনার মাধ্যমে প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়। দেশীয় খনিজ সম্পদ ও প্রযুক্তির সদ্ব্যবহার করার লক্ষে বাংলাদেশ পেট্রেলিয়াম ইন্সটিটিউট, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর সক্ষমতা বৃদ্ধিকল্পে যথাযথ সহায়তা এবং বরাদ্দপ্রাপ্তি নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন সংস্থাসমূহের প্রধানগণ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:০১   ১৯২ বার পঠিত