বুধবার, ২১ জুন ২০২৩

কোস্টগার্ডের আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোস্টগার্ডের আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বুধবার, ২১ জুন ২০২৩



---

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোস্টগার্ডের জন্য আধুনিক ৫টি নৌযান উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে দুটি নবনির্মিত ইনশোর পেট্রোল ভেসেল, দুটি টাগবোট ও একটি ভাসমান ক্রেন।

বুধবার (২১ জুন) সকাল ১০টায় গণভবন থেকে পতেঙ্গা জেটিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন সংযোজিত এ নৌযাগুলো কমিশনিং করেন তিনি।

এর মধ্যদিয়ে সক্ষমতায় আরও একধাপ এগিয়ে গেলো দেশের উপকূলের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী ‘কোস্টগার্ড’। একযোগে ৫টি নতুন আধুনিক নৌযান যুক্ত হলো এ বাহিনীতে।

নদীমাতৃক বাংলাদেশের পাশাপাশি সমুদ্র বিজয়ের পর উপকূলীয় নিরাপত্তা ও সুনীল অর্থনৈতিক সম্পদের সুরক্ষায় অগ্রসেনানী হয়ে কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড৷ সমুদ্রের সুরক্ষা দিতে এ বাহিনী এখন যুগের সঙ্গে তাল মেলাতে সেজে উঠছে অত্যাধুনিক নৌযান ও সমরাস্ত্রে৷ পরিবর্তিত বাস্তবতায় নৌরুটের প্রতিরক্ষা কার্যক্রমও চ্যালেঞ্জিং হয়ে ওঠছে৷

যুগোপযোগী উপকূল রক্ষাবাহিনী হিসেবে বিশ্বমানের সেবাদানে একসঙ্গে ৫টি নৌযান যুক্ত হচ্ছে কোস্টগার্ডে৷ এর মধ্যে থাকা নারায়ণগঞ্জে তৈরি দুটি ইনশোর পেট্রোল ভেসেলের (আইপিভি) নাম দেয়া হয়েছে ‘জয় বাংলা’ ও ‘অপূর্ব বাংলা’। অন্যদিকে খুলনা শিপইয়ার্ডে তৈরি দুটি উচ্চক্ষমতাসম্পন্ন টাগবোট পরিচিত হবে ‘প্রত্যয়’ এবং ‘প্রমত্তা’ নামে৷

জয় বাংলা আইপিভির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার জিয়া উদ্দিন জানান, তিনটি করে কামানসমৃদ্ধ এসব পেট্রোল ভেসেল ৯৬ নটিক্যাল মাইল পর্যন্ত সার্ভিল্যান্স করতে সক্ষম। এতে ব্যবহৃত কামানের লক্ষ্যমাত্রা ৪ কিলোমিটার পর্যন্ত৷ সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল গতিবেগে ছুটে চলা এসব জাহাজে সাত দিনের রসদ মজুত সম্ভব৷

এসব নৌযানের কমিশনিং উপলক্ষে এরই মধ্যে সেজে ওঠেছে সমুদ্রের অভিভাবকখ্যাত কোস্টগার্ডের পতেঙ্গা বার্থ বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:১১:১৯   ১০০ বার পঠিত