বুধবার, ২১ জুন ২০২৩

নিজেকে মোদির ভক্ত বললেন ইলন মাস্ক

প্রথম পাতা » আন্তর্জাতিক » নিজেকে মোদির ভক্ত বললেন ইলন মাস্ক
বুধবার, ২১ জুন ২০২৩



নিজেকে মোদির ভক্ত বললেন ইলন মাস্ক

নিজেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত বলে দাবি করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। পাশাপাশি ঘোষণা দিয়েছেন, শিগগিরই ভারতের বাজারে আসতে যাচ্ছে টেসলা। বুধবার (২১ জুন)ওয়াশিংটনে মোদির সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইলন মাস্ক এসব বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইলন মাস্ক বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি খুবই দারুণ ছিল এবং আমি তার খুব ভক্ত। তিনি কয়েক বছর আগে আমাদের কারখানা পরিদর্শন করেছিলেন। আমরা একে অপরকে বেশ আগে থেকেই চিনি। আমি ভারতের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত। আমি মনে করি, বিশ্বের যেকোনো বড় দেশের চেয়ে ভারতের সম্ভাবনা অনেক বেশি।’

এর আগে, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্যালিফোর্নিয়ায় টেসলা মোটরসের কারখানা পরিদর্শন করেছিলেন। সে সময় ইলন মাস্কের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল।

কবে নাগাদ ভারতের বাজারে আসছে টেসলা এমন এক প্রশ্নের জবাবে টুইটারের মালিক ও টেসলার প্রধান নির্বাহী বলেন, আমি নিশ্চিত যে, টেসলা যত দ্রুত সম্ভব ভারতের বাজারে চলে আসবে।’

মোদির প্রশংসা করে মাস্ক বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি সত্যিই ভারতের বিষয়ে চিন্তা করেন। কারণ তিনি আমাদের ভারতে বিনিয়োগ করার জন্য চাপ দিচ্ছেন। আমাদের শুধু সঠিক সময় বের করতে হবে।’ মাস্ক আরও বলেন, ‘তিনি সত্যিই ভারতের জন্য সঠিক কাজটি করতে চান। তিনি উন্মুক্ত হতে চান, তিনি কোম্পানিগুলির প্রতি সমর্থন দিতে চান।’

এদিকে, মাস্কের সঙ্গে বৈঠকের বিষয়টি নরেন্দ্র মোদি তার টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন। টুইটে মোদি লিখেছেন, আপনার সঙ্গে চমৎকার একটি বৈঠক অনুষ্ঠিত হলো। জ্বালানি থেকে শুরু করে আধ্যাত্মিকতা পর্যন্ত বহুবিধ বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।’

জবাবে রিটুইট করে মাস্ক লিখেন, ‘আপনার সঙ্গে আবারও সাক্ষাৎ করতে পেরে আমি গর্বিত।’

বাংলাদেশ সময়: ১৪:২৩:১৭   ৯৭ বার পঠিত