বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩

আরও ৪টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আরও ৪টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩



আরও ৪টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ২২ জুন, ২০২৩ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, দেশে বর্তমানে ১০টি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম রয়েছে। আরও ৪টি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা সরকারের রয়েছে।
তিনি আজ সংসদে বেগম নাজমা আকতারের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে জানান, কক্সবাজার, কুমিল্লা, ফেণী ও মানিকগঞ্জ জেলায় আন্তর্জাতিকমানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১০টি আন্তর্জাতিকমানের স্টেডিয়াম রয়েছে। বিদ্যমান স্টেডিয়ামসমূহ হলো- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা; শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা; খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, নারায়ণগঞ্জ; শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম (বিভাগীয় স্টেডিয়াম); এম. এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম; শেষ আবু নাসের স্টেডিয়াম, খুলনা (বিভাগীয় স্টেডিয়াম); সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট (বিভাগীয় স্টেডিয়াম); বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মুহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা এবং মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:৫২   ৯৭ বার পঠিত