১৫ অক্টোবর মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের অন্যতম মহারণ ভারত-পাকিস্তানের ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ম্যাচটি। ভারত-পাকিস্তানের এই মহারণের উত্তাপ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে পুরো আহমেদাবাদে। সেই উত্তাপে কয়েক গুণ ইতোমধ্যেই বেড়ে গেছে হোটেলের ভাড়া।
বাজেটবান্ধব হোটেলগুলোতে ইতোমধ্যেই ম্যাচের দিনের কক্ষ ভাড়া বেড়ে গেছে ১০ গুণ। অপরদিকে পাঁচ তারকা ও বিলাসবহুল হোটেলগুলোতে মহারণের দিন কক্ষ বুকিং দিতে চাইলে গুনতে হবে অতিরিক্ত ৫-১৫ গুণ রুপি।
বিশ্বকাপ সূচি প্রকাশের পর হুট করেই বাড়তে শুরু করে আহমেদাবাদের হোটেলগুলোর ভাড়া। সাধারণ সময়ে যেই হোটেলে কক্ষ ভাড়া ছিল ৬ হাজার টাকা, বিশ্বকাপের সূচি ঘোষণার পর সেই কক্ষের ভাড়া বেড়ে দাঁড়ায় ৭২ হাজার রুপি।
সর্বনিম্ন ৪০ হাজার থেকে ১ লাখ টাকা করে রাখা হচ্ছে বিভিন্ন হোটেলগুলোতে। এর ভেতর অধিকাংশই ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।
আকাশচুম্বী চাহিদার কারণে বিশ্বকাপ শুরুর তিন মাস আগেই বুকিং হয়ে গেছে আহমেদাবাদের পাঁচ তারকা হোটেলগুলোর সকল কক্ষ। বাজেটবান্ধব হোটেল যেগুলোর ভাড়া ছিল ৩ হাজার রুপি। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচের দিনের জন্য সেগুলো নিতে হলে এখন গুনতে হবে ২৭ হাজার রুপি করে।
যদিও কর্তৃপক্ষের দাবি সংগতি রেখেই বাড়ানো হয়েছে হোটেল ভাড়া।
গুজরাট হোটেল এন্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের মুখপাত্র অভিজিৎ দেশমুখ জানান, ‘অনাবাসী ভারতীয় ও অন্য রাজ্য থেকে আসা উচ্চমধ্যবিত্ত ক্রিকেটভক্তদের তীব্র চাহিদার সঙ্গে সঙ্গতি রেখেই বাড়ানো হয়েছে হোটেলের ভাড়া। চাহিদা বেড়ে যাওয়ায় ভাড়াও বেড়ে গেছে।’
বাংলাদেশ সময়: ১৫:২৮:৪৭ ১১৬ বার পঠিত