সোমবার, ৩ জুলাই ২০২৩

জাতির পিতার সমাধিতে রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের শ্রদ্ধা

প্রথম পাতা » গোপালগঞ্জ » জাতির পিতার সমাধিতে রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের শ্রদ্ধা
সোমবার, ৩ জুলাই ২০২৩



জাতির পিতার সমাধিতে রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
আজ সোমবার শপথ গ্রহণের পর সন্ধ্যা ৬টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতাও পালন করেন নেতৃবৃন্দ।
তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদ, মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী শহীদ ও জাতীয় ৪ নেতার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
পরে বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তিনি।
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শাহীন আকতার, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, সংরক্ষিত আসনের এমপি আদিবা আঞ্জুম মিতা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নওশের আলী, সৈয়দ শাহাদাত হোসেন, ডাক্তার তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ, বিপুল সংখ্যক নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
রাজশাহী সিটি কপোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দকে সাথে নিয়েও বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এছাড়া রাজশাহী মহানগর, জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৪২:২৯   ১২৬ বার পঠিত