মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩

জয় দিয়ে উইম্বলডন শুরু জোকোভিচের

প্রথম পাতা » খেলাধুলা » জয় দিয়ে উইম্বলডন শুরু জোকোভিচের
মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩



জয় দিয়ে উইম্বলডন শুরু জোকোভিচের

মেঘলা আকাশ, বেরসিক বৃষ্টি, ভেজা ঘাস এবং নড়বড়ে শুরু; সব বাধা পেরিয়ে প্রত্যাশিত ফলই পেয়েছেন নোভাক জোকোভিচ। জয় দিয়েই উইম্বলডন শুরু করেছেন তিনি।

সোমবার (৩ জুলাই) উইম্বলডনের প্রথম দিনে আর্জেন্টিনার পেদ্রো কাচিনকে ৬-৩, ৬-৩ এবং ৭-৬ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন গতবারের এই উইম্বলডন চ্যাম্পিয়ন।

এর আগে, টানা চারবার ঘাসের কোর্টে জিতেছেন তিনি। এবার অষ্টমবারের মতো উইম্বলডন জয়ের লক্ষ্যে শুরুটা বেশ ভালোই করলেন সার্বিয়ান এই তারকা।

বৃষ্টির কারণে ম্যাচের ফল পেতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে। সেন্টার কোর্টে প্রথম সেট জেতার পরপরই বৃষ্টির ফোঁটা পড়তে থাকে।

বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। এর প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় খেলা। ভিজে যাওয়া ঘাসেই কোর্টের ছাদ ঢেকে দেওয়া হয়। ঘাস কিছুটা শুকানোর পর শুরু হয় বাকি খেলা। এ সময় কোর্ট শুকাতে তিনজন কর্মী নামেন। এমনকি জোকোভিচকেও তোয়ালে দিয়ে পানি মুছতে দেখা যায়।

ঘাসের কোর্টে খেলার অভিজ্ঞতা না থাকায় প্রথম দুটি সেটে খুব একটা লড়াই করতে পারেননি জোকোভিচ। ফলে তৃতীয় সেটে টাইব্রেকারে গড়ায় খেলা। তবে শেষ পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী, উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন জোকোভিচ। বুধবার জোকারের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসন।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:২১   ৯৯ বার পঠিত