তুরস্ক সফরে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট শুক্রবার (৭ জুলাই) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে তুরস্কের সম্মতি লাভ, ন্যাটোসহ পশ্চিমা মিত্র দেশগুলোর কাছ থেকে আরও অস্ত্র পাওয়ার লক্ষ্যে আঙ্কারার সমর্থন লাভ এবং কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনের শস্য রফতানি চুক্তির পুনরুজ্জীবন ইত্যাদি বিষয়ে আলোচনা হতে পারে বৈঠকে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর ৫০০তম দিনের প্রাক্কালে ইস্তাম্বুলে এ বৈঠক হতে যাচ্ছে। কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রফতানির চুক্তির মেয়াদ বৃদ্ধিসহ আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো সম্মেলনের বিষয় এরদোয়ানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পেতে পারে।
বিশ্লেষকদের আশা, জেলেনস্কি আগামী ১১ ও ১২ জুলাই লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের আগে সুইডেনের ন্যাটো সদস্যপদের জন্য সবুজ সংকেত দেওয়ার ব্যাপারে এরদোয়ানকে প্রভাবিত করার চেষ্টা করবেন।
জেলেনস্কি ও এরদোয়ান উভয়ই রাশিয়ার সাথে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য রফতানির চুক্তির মেয়াদ বাড়াতে চান। এই চুক্তির অধীনে যুদ্ধ চলাকালে ইউক্রেনকে বিশ্ব বাজারে শস্য পাঠানোর অনুমতি দেওয়া হয়েছিল। রাশিয়া নবায়ন করতে সম্মত না হলে চুক্তিটির মেয়াদ আগামী ১৭ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। তবে রাশিয়া এরই মধ্যে এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৫:২০ ১০৯ বার পঠিত