টাঙ্গাইলে কাভার্ডভ্যান ও পিকআপের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে দুর্ঘটনা কবলিতরা সকলেই সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।
আহত মিনহাজের স্ত্রী আকলিমা বেগম জানান, শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্য স্বামীর সঙ্গে একটি পিকআপে করে রওনা হোন। পিকআপ ভ্যানটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের গাড়িটির ওপরে পেছন থেকে তুলে দেন। এতে পিকআপে থাকা প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতরা সকলেই ঢাকার যাত্রী ছিলেন।
জেলার ট্রাফিক সার্জেন্ট মুশফিকুর রহমান জানান, খবর পেয়ে আমরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছি। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। কাভার্ডভ্যানটি আটক করতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ১৯:৫৪:৫১ ১৫৬ বার পঠিত