শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
শুক্রবার, ১৪ জুলাই ২০২৩



টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচেই শোচনীয় পরাজয় বরণ করে টাইগাররা। যদিও সিরিজের শেষ ম্যাচ জিতে কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে স্বাগতিকরা। এবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে দুই ম্যাচের সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল।

শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টির ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামছে টিম টাইগার্স। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এই ম্যাচ শুরুর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে সফরকারী আফগানরা।

আগে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে সাকিব বলছেন, উইকেট ভালো মনে হচ্ছে। ৪০ ওভারই ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের। টি-টোয়েন্টি সব সময়ই মোমেন্টামের ব্যাপার। আফগানিস্তান ভালো দল। ভালো একটি চ্যালেঞ্জ। ছেলেরাও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সিলেটের উইকেট ক্যারি ও বাউন্স আছে, সেটি কাজে লাগাতে হবে আমাদের। আজ তিন স্পিনার ও তিন পেসার নিয়ে খেলব।

বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আফগানিস্তানের একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকী, মুজিবুর রহমান ও ফরিদ আহমেদ।

বাংলাদেশ সময়: ১৮:০২:২১   ৯৮ বার পঠিত