ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি (জাপা)। বৈঠকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতার আহ্বান জানিয়েছে জাপা। জাপা বলেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ দরকার।
শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় গুলশানে এই বৈঠক করেন তারা। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধি দল ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, তার বিশেষ দূত মাশরুর মওলাসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, দেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়। সেজন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ দরকার। এ জন্য সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা প্রয়োজন।
তিনি আরও যোগ করেন, বৈঠকে নির্বাচন নিয়ে কথা হয়েছে। তবে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়নি।
মাশরুর মওলা জানান, ইইউ প্রতিনিধিরা জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে তারা পর্যবেক্ষক পাঠাবেন। ইইউর এই অবস্থানকে স্বাগত জানিয়েছে জাপা
তিনি আরও বলেন, ইইউ প্রতিনিধিরা জানেন, বিগত নির্বাচনে কী হয়ে-ছে। তারা তা মুখে না বললেও বৈঠকে মনোভাবে বুঝিয়েছেন। নির্বাচনকালীন সরকার কেমন হবে, তা নিয়ে কথা হয়নি বৈঠকে। কীভাবে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করা যায়, তা নিয়ে আলোচনা হয়ে-ছে।
মাশরুর মওলার ভাষ্য, ইইউ প্রতিনিধিরা জানতে চেয়েছেন, জাপা আগামী নির্বাচনে কীভাবে অংশ নেবে? জোট করবে নাকি এককভাবে ভোট করবে? জাপা জানিয়েছে, এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫:২৯:১৪ ১৪১ বার পঠিত