শুক্রবার, ২১ জুলাই ২০২৩

একদফার নামে হত্যাযজ্ঞে মেতেছে বিএনপি: কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » একদফার নামে হত্যাযজ্ঞে মেতেছে বিএনপি: কাদের
শুক্রবার, ২১ জুলাই ২০২৩



একদফার নামে হত্যাযজ্ঞে মেতেছে বিএনপি: কাদের

বিএনপি একদফার নামে সারা দেশে হত্যাযজ্ঞে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, হত্যার শিকার হচ্ছে আওয়ামী লীগ নেতারা, আর মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ সব কথা বলেন কাদের।

আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন,

বিএনপি কথায় কথায় দফা দিচ্ছে, বিদেশিরাও দফা দিচ্ছে। কিন্তু বাংলাদেশের নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। আমরা তো সংবিধান লঙ্ঘন করতে পারি না। কারও চক্রান্তমূলক রাজনৈতিক অভিলাষ বাস্তবায়ন হতে দিতে পারি না। বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। তাদের তৎপরতার কাছে সারেন্ডার করতে পারি না।

নির্বাচন নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তৃণমূলে যেসব বিশৃঙ্খল কর্মকাণ্ড ঘটানো হচ্ছে সেগুলো সুপরিকল্পিত। বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে বিদেশিদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে বিএনপি। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা। তাদের একটাই দফা শেখ হাসিনাকে হঠাতেই হবে। প্রধানমন্ত্রীকে যেখানে পদত্যাগ করতে বলছে, সেখানে তারা ডায়ালগ করবে কার সাথে?

হিরো আলমের ওপর হামলার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে কাদের বলেন, প্রার্থী যেই হোক তার ওপর হামলা গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে।

বাংলাদেশের সংকট নিয়ে বিদেশিদের মাথাব্যথায় বিরক্তি প্রকাশ করে কাদের বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। আফ্রিকান দেশগুলোতে নির্বাচন নিয়ে প্রতিনিয়ত সমস্যা হয়। এগুলো মিটাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিশ্ব রাজনীতি প্রসঙ্গে কাদের বলেন

বিশ্ব রাজনীতিতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। বিশ্ব সংকটে আছে। নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার মধ্য দিয়ে চলছে। বিশ্বে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে।

সম্পাদকমণ্ডলীর সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বাংলাদেশ সময়: ১২:৩৫:৩৫   ৯৪ বার পঠিত