বস্তায় রাখা মাথার খুলি-হাড়গোড় কার জানাল পিবিআই

প্রথম পাতা » ছবি গ্যালারী » বস্তায় রাখা মাথার খুলি-হাড়গোড় কার জানাল পিবিআই
মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩



বস্তায় রাখা মাথার খুলি-হাড়গোড় কার জানাল পিবিআই

ফরিদপুরের মধুখালী উপজেলার সরদারপাড়া কালীমন্দিরে পাশ থেকে বস্তায় রাখা মানুষের মাথার খুলি ও হাড়গোড় উদ্ধারে রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।‌ উদ্ধার হওয়া ওই হাড়গোড় মুরসালিন (১১) নামে এক শিশুর। সৎ বাবা মো. মিজানুর রহমানের হাতে নৃশংসভাবে খুন হয় ছেলেটি।

মুরসালিন মধুখালী উপজেলার আশাপুর এলাকার ইতি খাতুন ও মো. আশরাফুল শেখের ছেলে।

মঙ্গলবার (২৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন পিবিআই ফরিদপুরের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ।

তিনি জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নিহত মুরসালিনের সৎ বাবা মো. মিজানুর রহমানকে তথ্য প্রযুক্তির সহায়তায় ২৩ জুলাই মাগুরর শ্রীপুর থানার ওয়াবদা মোড় এলাকা হতে গ্রেফতার করা হয়।

তাকে বিজ্ঞআদালতে সোপর্দ করা হলে আসামি মো. মিজানুর রহমান তারই সৎ ছেলে মুরসালিনকে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় ৫নং আমলি আদালতের বিচারক মো ফরিদ উদ্দীনের কাছে জবানবন্দী দেন। সেখানেই বেড়িয়ে আসে আসল রহস্য।

জানা গেছে, ২০২২ সালের ২৬ ডিসেম্বর একটি সাদা প্লাস্টিকের বস্তায় মানুষের মাথার খুলিসহ ৭০ পিস হাড় উদ্ধার করে পুলিশ। এরপর এ ঘটনায় মধুখালী থানার উপপরিদর্শক সৈয়দ তোফাজ্জেল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত অধিকতর তদন্তের জন্য মামলাটির তদন্তভার পিপিআই এর ওপর ন্যাস্ত করে।

তদন্তে অজ্ঞাতনামা হাড়গোড় এর ডিএনএ সঙ্গে মধুখালী উপজেলার আশাপুর এলাকার ইতি খাতুন ও মো. আশরাফুল শেখ ছেলে হারানোর জিডির সূত্র ধরে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ পরীক্ষা করা হয়। পরীক্ষায় প্রমাণিত হয় যে, সেই হাড়গোড়গুলো মুরসালিনের। এ ঘটনার পর তথ্যপ্রযুক্তি সহায়তায় ঘটনার মূল অভিযুক্ত মুরসালিনের সৎ বাবা মো. মিজানুর রহমানকে ২৩ জুলাই মাগুরা জেলার শ্রীপুর থানার ওয়াবদা মোড় এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই।

বাংলাদেশ সময়: ১৪:৫৭:৫৮   ১৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে ইলেকশন আনার চেষ্টা করতেছি আমি একা : ফজলুর রহমান
রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. ইউনূস
জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রস্তুত: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
অপরাধীদের ধরতে চাষাড়ায় সিসিটিভি ক্যামেরা স্থাপন
বিমসটেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ