আজ বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এ দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি:
১৬৫৬ - ওয়ারশ যুদ্ধ শুরু হয় এবং সুইডেন পোল্যান্ড দখল করে।
১৭৬১ - পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়।
১৭৭২ - পোল্যান্ডকে বিভক্ত করার জন্য ইউরোপের তিনটি বৃহৎ শক্তির মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৮৯ - ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ ইন্ডিয়া শাখা গঠিত হয়।
১৯২০ - বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু হয়।
১৯২১ - টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান বায়োকেমিস্ট ফ্রেডরিখ বেন্টিং হরমোন ইনসুলিন আবিষ্কারের ঘোষণা দেন।
১৯৫৩ - যুক্তরাষ্ট্র, চীন ও উত্তর কোরিয়ার সন্ধি চুক্তির মাধ্যমে কোরিয়া যুদ্ধের অবসান ঘটে।
১৯৭১ - প্রশাসনের সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র দেশকে ৯টি অঞ্চলে ভাগ করে।
১৯৮৭ - ভারত-শ্রীলঙ্কা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
২০০৭ - ঢাকা-মিয়ানমার সরাসরি সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষর।
জন্ম:
১৯০৯ - বিশ্ববিখ্যাত অণুজীব বিজ্ঞানী ও গবেষক মো. মঞ্জুরুল ইসলাম।
১৯০৯ - ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য।
১৯১৩ - ভারতীয় বিপ্লবী এবং রাজনীতিবিদ কল্পনা দত্ত।
১৯২২ - ভারতের বাঙালি লোকসংগীত শিল্পী, সুরকার ও গীতিকার নির্মলেন্দু চৌধুরী।
১৯৩১ - বাংলা লোক সংগীতশিল্পী আব্দুল আলীম।
১৯৭১ - প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।
মৃত্যু:
১৮৪১ - রুশ কবি ও ঔপন্যাসিক মিখাইল লেরমন্তফ।
১৮৪৪ - ইংরেজ রসায়নবিদ, আবহাওয়াবিদ ও পদার্থবিদ জন ডাল্টন।
১৯৩১ - ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য।
১৯৭০ - পর্তুগিজ রাজনীতিবিদ এবং ১০০তম প্রধানমন্ত্রী অ্যান্টনিও ডি অলিভিয়ার সালাজার।
১৯৮০ - ইরানের শেষ রাজা মোহাম্মদ রেজা পাহলভি।
১৯৯২ - জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক আমজাদ খান।
১৯৯৪ - কেভিন কার্টার, দক্ষিণ আফ্রিকান পুরস্কারবিজয়ী ফটোসাংবাদিক।
২০১৫ - বিজ্ঞানী ও ভারতের একাদশ রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম।
বাংলাদেশ সময়: ১৩:০১:০৩ ২৪৮ বার পঠিত