সোমবার, ৩১ জুলাই ২০২৩

সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
সোমবার, ৩১ জুলাই ২০২৩



সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/২৩ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টা হতে সরিষাবাড়ী গণ ময়দান মাঠের এ খেলা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের স্থানীয় সংসদ সদস্য ডাঃ মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ্দাম হোসেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী,সরিষাবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন ও উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সহ হাজারো ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

খেলায় মেয়ে দল হিসেবে অংশ নেন সাতপোয়া ইউনিয়নের চরশিশুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম কামরাবাদ ইউনিয়নের বিনজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয় বিনজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অপরদিকে ছেলে দল মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেন। খেলায় ২–১ গোলে পরাজিত করে
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সেঙ্গুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি।

বাংলাদেশ সময়: ২২:৪৯:৪৭   ৩১৭ বার পঠিত