কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নে কাচিচরে নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা আগস্ট) বিকেলে সদর উপজেলার ভোগডাঙা কুরিয়ার বাজার ছড়ার পাড়ে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলার ১৬টি নৌকা অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় হাজারো মানুষ।
খেলায় প্রথম স্থান অধিকার করে হলোখানা পিকড়ার খাট নামের দশের দোয়া ভাই ভাই। দ্বিতীয় স্থান অধিকার করেন জামালপুর জেলার গাজি সৈনিক ও তৃতীয় স্থান অধিকার করে কুড়িগ্রাম জেলার বড়াইবাড়ি এলাকার সৌদি প্রবাসী নামের নৌকা।
নৌকা বাইচ দেখতে আসা জামাল উদ্দিন বলেন, দীর্ঘ ৭ বছর পর নৌকা খেলা দেখলাম। হাজার হাজার মানুষ খেলা দেখতে এসেছে । আমি চাই প্রতি বছর এই নৌকা খেলা অনুষ্ঠিত হোক। গ্রাম বাংলার অতীত ঐতিহ্য আবার ফিরে আসুক।
আয়োজক কমিটির সভাপতি মো. পাতান ব্যাপারী বলেন, গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও আমরা স্থানীয় লোকজন মিলে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি। এ খেলার প্রথম থেকে শেষ পর্যন্ত টানা ৫ দিন ধরে খেলার সার্বিক সহযোগিতা করেছি এবং সুষ্ঠুভাবে নৌকা বাইচ শেষ করতে পেরেছি।
বাংলাদেশ সময়: ১১:১০:১৮ ১৩১ বার পঠিত