রংপুরের পীরগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেয়ায় বড়ভাই হেলাল মিয়া হত্যার ঘটনায় ছোট ভাই ও ভগ্নীপতিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২ আগস্ট) রাতে রাজধানীর উত্তরা থেকে ওই আসামিকে গ্রেফতার করে র্যাব-১৩।
এর আগে গত ২৫ জুলাই পীরগঞ্জের ওসমানপুরে রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছন র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাস্যাবাদে গ্রেফতাররা হত্যার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এলাকাবাসী জানান, গত ২৫ জুলাই হেলাল মিয়া তার ছোট ভাই মহিবুল ইসলাম এবং ভগ্নীপতি আব্দুল মালেকের সঙ্গে মাদক কারবারে জড়িত থাকা নিয়ে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মহিবুল বড় ভাই হেলাল মিয়ার পেটে হাঁসুয়া (দেশীয় অস্ত্র) ঢুকিয়ে দেন।
পরে হেলাল মিয়াকে গুরুতর অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত হেলাল মিয়ার স্ত্রী বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে ওই দুই আসামিকে গ্রেফতার করে র্যাব-১৩।
বাংলাদেশ সময়: ১৪:১৩:৪১ ১৩৭ বার পঠিত