জামালপুর প্রতিনিধি : বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ স্বপ্ন ও আবেক বাস্তবায়ন করার লক্ষ্যে সারাদেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় ভূমিহীন ও গৃহীনমুক্ত হলো সরিষাবাড়ী উপজেলা।
আগামী ৯ আগস্ট সমগ্র বাংলাদেশ সহ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৪র্থ পর্যায়ের(২য় ধাপে) আরও ৫০টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করার লক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন।
গত সোমবার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এবং অনুষ্ঠানটির পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে উদ্বোধনী প্রকল্পের বিষয়ে বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আবুল হোসেন, মানবকন্ঠের প্রতিনিধি জাকারিয়া জাহাঙ্গীর, কালের কন্ঠের প্রতিনিধি মমিনুল ইসলাম কিসমত ও কালবেলার প্রতিনিধি ইসমাইল হোসেন।
এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার জেলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রথম আলো প্রতিনিধি শফিকুল ইসলাম সমকালের প্রতিনিধি সোলাইমান হোসেন হরেক, করোতোয়া প্রতিনিধি তৌকির আহমেদ হাসু সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ঘর প্রতি বরাদ্দ ছিল ২ লক্ষ ৩৩ হাজার ৬০০ টাকা। এ প্রকল্পের কার্যক্রম আরো টেকসই ও মজবুত করার জন্যই প্রধানমন্ত্রী বরাদ্দের পরিমাণ ধাপে ধাপে বৃদ্ধি করেছেন। যার ফলে এবারের ঘরগুলো আরো মজবুত ও দুর্যোগ সহনীয় হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ২২:১৪:৩১ ২৩৩ বার পঠিত