সোমবার, ৭ আগস্ট ২০২৩

নারী বিশ্বকাপ : টাইব্রেকারে নাইজেরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

প্রথম পাতা » খেলাধুলা » নারী বিশ্বকাপ : টাইব্রেকারে নাইজেরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
সোমবার, ৭ আগস্ট ২০২৩



নারী বিশ্বকাপ : টাইব্রেকারে নাইজেরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

টাইব্রেকারে নাইজেরিয়াকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আজ সোমবার অস্ট্রেলিয়ার ব্রিজবেনে অনুষ্ঠিত উত্তেজনাকর ম্যাচের মূল সময় গোলশূন্য হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুট আউটে আফ্রিকান নারীদের ৪-২ গোলে হারায় ইউরোপীয় চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকে গোলের ভালো সুযোগগুলো অবশ্য সৃষ্টি করেছিল নাইজেরিয়াই।
ম্যাচের ৮৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়ে গেলে আরো সংকেট পড়ে যায় ইংল্যান্ড।

একটি ভুলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ইংল্যান্ডের প্লে মেকার লরেন জেমসকে। অথচ তারা জানত ইউরোপীয় শিরোপার পর বিশ্বকাপ ঘরে তোলার স্বপ্ন পূরণের জন্য আরো দুর্দান্ত পারফরম্যান্স করতে হতো। খেলা দিয়ে মন ভরাতে না পারলেও শিরোপার লড়াইয়ে টিকে গেল ইংল্যান্ড।
আজকের এই জয়ে কোয়ার্টার ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে কলম্বিয়া অথবা জ্যামাইকাকে। আগামী শনিবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ইংলিশরা।

টাইব্রেকারের শুরুতেও কঠিন পরিস্থিতিতে পড়তে হয়েছিল ইংলিশদের। জর্জিয়া স্ট্যানওয়ের প্রথম শটের বলটিই পোস্টের বাইরে চলে যায়।
তবে সুযোগটি কাজে লাগাতে ব্যর্থ হন পরের শট নিতে আসা ডিজায়ার ওপারানোজি। একই কায়দায় বল পোস্টের বাইরে পাঠিয়ে দেন নাইজেরীয় ওই ফুটবলার। দ্বিতীয় দফায় বেথ ইংল্যান্ড কোনো ভুল করেননি। সরাসরি লক্ষ্যভেদ করেন। তবে পোস্টের ওপর দিয়ে এবার বল মাঠের বাইরে পাঠিয়ে দেন প্রতিপক্ষের মিশেল অ্যালোজি।

নাইজেরিয়ার এই ভুল ইংল্যান্ডকে বাড়তি সুবিধা এনে দেয়। এরপর গ্রিনউড ও উচেইবি নিজ নিজ দলের পক্ষে গোল করলেও ইংলিশদের হয়ে বেশ ঠাণ্ডা মাথায় চতুর্থ ও শেষ গোল করেন ক্লো কেলি। এতেই জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। ম্যাচ শেষে ইংল্যান্ডের কোচ সারিনা ওয়েগম্যান বলেন, ‘এটি বেশ কঠিন ম্যাচ ছিল। এ ছাড়া আমাদের একটি লাল কার্ড দেখতে হয়েছে। তার পরও ১০ জন নিয়ে অতিরিক্ত সময়ের ম্যাচে আমরা তাদের প্রতিহত করেছি এবং টাইব্রেকারে জয়লাভ করেছি।’

বাংলাদেশ সময়: ২৩:০০:৩৯   ১৩৬ বার পঠিত